বেলাফন্টে
ছবি অঞ্জন দত্তের টুইটার হ্যান্ডেল থেকে

বাঙালির কাছে হ্যারি বেলাফন্টে সুদূর হয়েও নিকট। শুধু তাঁর গান নয়, তাঁর অন্যান্য কার্যকলাপও অনেকের প্রেরণা। সদ্যপ্রয়াত এই শিল্পী সম্পর্কে নাগরিক ডট নেটের সঙ্গে কথা বললেন অঞ্জন দত্ত। তাঁরও বহু গানের অনুপ্রেরণা ছিলেন বেলাফন্টে।

হ্যারি বেলাফন্টে প্রয়াত হলেন। আপনার কাছে এই খবরের অভিঘাত ঠিক কতখানি?

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

বলে বোঝানো মুশকিল। কিছু খবর একদম ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। এটাও তেমনই একটা খবর। হ্যারি বেলাফন্টেকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। উনি কিংবদন্তি। প্রবাদপ্রতিম এক স্রষ্টা। পৃথিবীর গানবাজনার ইতিহাস বেলাফন্টেকে বাদ দিয়ে লেখাই হবে না। এই মাপের একজন মানুষের চলে যাওয়া একটা বিরাট ঘটনা। আমি কেবল এটুকুই বলতে পারি, বেলাফন্টের মৃত্যুতে এই গ্রহ অনেকখানি দরিদ্র হল। যে মাটিতে তাঁর জন্ম, বেড়ে ওঠা, সেখানকার গানকে এমন করে গোটা দুনিয়ার কাছে জনপ্রিয় করে তোলা, ক্যালিপ্সোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া… তুলনা হয় না।

আপনার বেলাফন্টে শোনা শুরু কবে থেকে? কেমন ছিল প্রথম শোনার অভিজ্ঞতা?

আমি তাঁর গান প্রথম শুনি স্কুলে পড়ার সময়। আমাদের শিক্ষকরা নানা ধরনের গানবাজনা শুনতে উৎসাহ দিতেন। তেমন করেই বেলাফন্টে শুনে ফেলি। অসাধারণ লেগেছিল। সুর, মেজাজ, লিরিক – সব মিলিয়েই অসাধারণ। সেই যে শুনতে শুরু করলাম, তখন থেকেই বেলাফন্টে আজীবনের সঙ্গী হয়ে রইলেন।

জামাইকা ফেয়ারওয়েল বা তার বাংলা অনুবাদ এখন বাঙালির মুখে মুখে ফেরে। আপনার বেড়ে ওঠার সময়টাও কি এমনই ছিল? তখনো বেলাফন্টে শুনতেন সাধারণ মানুষ?

একশোবার। আমি তো দেখেছি মধ্যবিত্ত বাঙালিকে ইংরেজি গান শুনতে, বেলাফন্টে শুনতে। বাঙালি আর্ন্তজাতিক ছিল। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ও শুনেছি, বেলাফন্টেও শুনেছি। দুটোই আমাদের মুগ্ধ করেছে।

আরেকটা কথা আমার বলার, সেটা হল ওই সময়টা ছিল একটা অদ্ভুত সময়। বেলাফন্টের প্রথম অ্যালবাম রিলিজ হচ্ছে ১৯৫৬ সালে। তারপরই পৃথিবীর বুকে আছড়ে পড়ছে ষাটের দশক। কলকাতা তথা পশ্চিমবঙ্গেও তো ষাট-সত্তরের দশক তার যাবতীয় রং নিয়েই এসেছিল। তাই নাগরিক বাঙালি, বিশেষ করে তরুণদের একটা বড় অংশের কাছে বেলাফন্টের গানের আকর্ষণ ছিল প্রবল।

আরো পড়ুন সুরধ্বনির অভিযান

বাংলা গানে কি বেলাফন্টের প্রভাব পড়েছে?

দেখুন, নতুন বাংলা গানের ধারায় সরাসরি কেবল ওঁর গানেরই প্রভাব পড়েছে কিনা সেটা বলা মুশকিল। বেশ কিছু গান তৈরি হয়েছে ওঁর গানের উপর ভিত্তি করে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, বেলাফন্টে এবং ওই সময়ের আরও বেশ কিছু শিল্পী আমাদের গভীরভাবে প্রভাবিত করেছিলেন। নতুন ধারার বাংলা গানকে এই শ্রবণ অভিজ্ঞতা নিঃসন্দেহে সমৃদ্ধ করেছে। বেলাফন্টে একা নন, কিন্তু নিশ্চয় বেলাফন্টেও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

বেলাফন্টে তো কেবল শিল্পী ছিলেন না। নাগরিক অধিকার আন্দোলনে অংশ নিয়েছেন, পথে নেমে প্রতিবাদ করেছেন? আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন?

এটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীটাকে আরেকটু ভাল করার চেষ্টা যাঁরা করেছিলেন, বেলাফন্টে তাঁদের একজন। মার্টিন লুথার কিংয়ের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়েছিলেন তিনি। সরকারের রোষে পড়তে হয়েছিল তাঁকে। এমনকি বৃদ্ধ বয়সেও তিনি ছিলেন প্রতিবাদী মিছিলে। বারবার সোচ্চার হয়েছেন বৈষম্যের বিরুদ্ধে। এখনো কিন্তু অনেক শিল্পীই নানাবিধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, পরিবেশের স্বার্থে কথা বলছেন। বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন। আমি বলছি না বা বলিনি। কিন্তু যাঁরা বলেছেন, যাঁরা এখনও বলছেন, আমি তাঁদের শ্রদ্ধা করি, বেলাফন্টে তাঁদেরই একজন।

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

2 মন্তব্য

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.