গ্রাহক নথিভুক্তি

প্রিয় পাঠক,

দেখতে দেখতে nagorik.net এক বছররে কিছু বেশী সময় পূর্ণ করে ফেলল। এই সময়ে আপনাদের যে ভালবাসা আমরা পেয়েছি, তাতে বাংলায় বিকল্প লেখালিখির পরিসর হিসাবে আমাদের সাইটের প্রয়োজনীয়তা সম্বন্ধে বিশ্বাস জন্মেছে। আমাদের দায়িত্ব এই ভালবাসার মূল্য দেওয়া। তাই আগামী দিনে পাঠকদের সাথে আরও ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে এবং আপনাদের চাহিদা আরও ভাল করে বুঝতে আমরা সোশাল মিডিয়া ছাড়িয়ে ব্যক্তিগত যোগাযোগের পথ নিতে চাইছি।

আমাদের সাইটে রেজিস্টার করে হয়ে যান নাগরিক ডট নেটের গ্রাহক। যদি সারা সপ্তাহ nagorik.net খোলার সময় না-ও পান, সপ্তাহান্তে পাবেন সম্পাদকমণ্ডলীর বাছাই করা সেরা লেখাগুলো। এছাড়াও অদূর ভবিষ্যতে নাগরিকের লেখক ও সম্পাদকদের সঙ্গে ওয়েব বৈঠক, ভাবনার আদান প্রদানের সুযোগ থাকবে গ্রাহকদের জন্য। বিশেষ অতিথিদের সাথে নাগরিকের আলাপচারিতায় অংশগ্রহণের সুযোগও পাবেন। আরও নানা আকর্ষণীয় পরিকল্পনা রয়েছে।

শিগগির এই ছোট্ট ফর্মটা পূর্ণ করে, আরও নাগরিক হয়ে উঠুন।

শুভেচ্ছান্তে,

nagorik.net সম্পাদকমণ্ডলী।

আমি নাগরিক ডট নেটের প্রাইভেসি পলিসি ও ব্যবহারের শর্ত পড়েছি ও তাতে সম্মতি জানাই।