জীবিত আনিসের চেয়ে মৃত আনিসকে বেশি ভয় পাচ্ছে মমতা সরকার?

মাঝেমধ্যে এমন সময় আসে, যখন দিনগুলো লম্বা হয়ে যায়। কয়েকটা সপ্তাহ বা মাসে যা ঘটতে পারত, একটি দিন নিজের শরীরে তার সবটুকু ধারণ করে। এরকম সময়ে একটা সপ্তাহ এক বা একাধিক মাসের মতো হয়ে ওঠে। একটা মাস হয়ত হয়ে ওঠে বছরের সমান। এক বা দেড় বছরে পেরিয়ে আসা যায় কয়েক দশক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এমন … Continue reading জীবিত আনিসের চেয়ে মৃত আনিসকে বেশি ভয় পাচ্ছে মমতা সরকার?