আমাদের কথা

তথ্য বিস্ফোরণের যুগ। হাতে হাতে স্মার্টফোন। সঠিক এবং ভুয়ো তথ্যের কোনো অভাব নেই এই দুনিয়ায়। তেমনি সোশাল মিডিয়ার দৌলতে মতামতেরও কোনো অভাব নেই। সাবেকি সংবাদমাধ্যম তাই চ্যালেঞ্জের মুখে। তথ্য জানতে খবরের কাগজ বা টিভি চ্যানেলের মুখাপেক্ষী থাকতে হচ্ছে না মানুষকে। অজস্র ওয়েবসাইট হাজির আপনার হাতে তথ্য তুলে দিতে। কিন্তু বেশি মানেই কি ভাল? তথ্য মানেই কি সত্যনিষ্ঠ? সত্য কি একটা না অনেক? এই প্রশ্নগুলো পাশ কাটিয়ে যাওয়া যায় না। এইসব জরুরি প্রশ্ন বেশি করে তুলতে, সৎভাবে জরুরি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্যেই এই ওয়েবসাইট। ইংরেজির মত লক্ষ লক্ষ ওয়েবসাইট না থাকলেও বাংলায় এই মুহূর্তে নয় নয় করে খবর ও মতামতের ওয়েবসাইটের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু নিয়মিত ইন্টারনেট থেকে খবর আর মতামত পড়েন এমন মানুষের সাথে কথা বললেই দেখা যায় তাঁরা সন্তুষ্ট নন। হয় ইংরেজির মত অত তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেন অথবা মতামতের গভীরতা, তথ্যনিষ্ঠতা নিয়ে অনুযোগ থাকে। সেই অভিযোগ কিছুটা মেটাতে পারলেই এই সাইট লঞ্চ করা সার্থক। কম পড়ালেও গভীরে পড়াব — এই আমাদের সংকল্প। আমাদের সাথে যোগাযোগ করুন info.nagorikdotnet@gmail.com ঠিকানায়।