নবাঙ্কুর – সাবস্ক্রিপশন


২০২১ সালের প্রজাতন্ত্র দিবসে নাগরিক ডট নেটের যাত্রা শুরু হয়। আমাদের উদ্দেশ্য ছিল বিজ্ঞাপন, কর্পোরেট এবং রাজনৈতিক দলের খবরদারি আর চোখরাঙানি মুক্ত একটা পরিসর গড়ে তোলা। যে সকল খবর, মতামত বা গভীর বিশ্লেষণ প্রথমসারির সংবাদমাধ্যম তাদের বাধ্যবাধকতার কারণে এড়িয়ে চলে, তা আমাদের পাঠকদের কাছে পৌঁছে দেওয়া।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা নিরলসভাবে লেখা প্রকাশ করে চলছে পাঠকদের ভালোবাসা ও আমাদের লেখকদের প্রেরণাতে। আমরা বিশ্বাস করি, যে কথা বলা উচিত, সেই কথা বলতে হবে। আমাদের সাথে যুক্ত সমস্ত মানুষ এমনটাই বিশ্বাস করেন বলেই আমাদের প্রত্যয়।
যে উচ্চমানের সাংবাদিকতা আমরা বিগত দুই বছর করে চলেছি এবং ভবিষ্যতে চালিয়ে নিয়ে যেতে আগ্রহী, তার জন্যে প্রয়োজন অর্থের। আমাদের সাধ্য সীমিত। এই প্রয়াসকে দীর্ঘমেয়াদী করতে, আমাদের সাংবাদিকতার মান কে আরো উন্নত করে আমাদের মনস্বী পাঠকদের উপযুক্ত করতে আমরা তাই আমাদেরই পাঠকদের দ্বারস্থ হয়েছি। যে সাংবাদিকতা আপনাদের পছন্দ ও যাকে মূল্যবান মনে করছেন, তার পাশে দাঁড়ান।আমরা আপনাকে উপরোক্ত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সাবস্ক্রিপশন নিতে অনুরোধ করছি।
আমাদের ভালোবাসা ও ভরসা করার জন্যে আমরা আমাদের পাঠকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

 


 

কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও তথ্য

আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে তার উত্তর পেতে, আমাদের ইমেইল এড্রেসে যোগাযোগ করুন 
মনে রাখবেন : নাগরিক ডট নেটে অর্থমূল্য বিনিময়ে সাবস্ক্রাইব করার একমাত্র উপায় হলো উপরের সাবস্ক্রাইব বোতামগুলোর মাধ্যমে আমাদের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টাকা দেওয়া। আমরা অন্য কোনো উপায়, যথা কোনো ব্যক্তি বা সংস্থার ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে টাকা গ্রহণ করি না। এমন কোনো ব্যক্তি বা সংস্থা যদি নাগরিক ডট নেটের হয়ে সরাসরি অর্থ সংগ্রহ করতে আপনাকে যোগাযোগ করে, তাহলে আমরা আপনাকে সচেতন থাকতে অনুরোধ করি। আমাদেরকে যোগাযোগ করলে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।


পেমেন্ট গেটওয়ে কাজ করছে না,সাবস্ক্রাইব করতে পারছি না – কী করব?


পেমেন্ট ও সাবস্ক্রিপশন সংক্রান্ত কোনো অসুবিধার সম্মুখীন হলে আমাদের ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন।

আমাকে কি প্রতি মাসে টাকা দিতে হবে?


না। আমরা আমাদের পাঠক ও গ্রাহকদের থেকে মূলত এককালীন সাবস্ক্রিপশনের আবেদন জানাচ্ছি।মাসে মাসে এই টাকা দিতে লাগবে না। আপনি যদি সাহায্য করতে ইচ্ছুক ও সক্ষম হন, তাহলে আমরা আপনার সাবস্ক্রিপশনের এক বছর পূর্ণ হলে পুনরায় যোগাযোগ করব। সাবস্ক্রিপশন নেওয়া ও তার পুনর্নবীকরণ করা সূম্পর্ণ আপনার ইচ্ছাধীন।

যে অর্থ সাহায্য করছি তা কিরকম?


নাগরিক ডট নেট একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।আমরা একটি ফর প্রফিট সংস্থা হিসেবে নথিভুক্ত।আমাদের সংস্থা অলাভজনক বা সেকশন ২৫ দ্বারা নথিভুক্ত কোম্পানি নয়। আপনার প্রেরিত অর্থ সাবস্ক্রিপশনের ক্রয়মূল্য হিসেবে গণ্য করা হবে, আর্থিক অনুদান নয়।

বিভিন্ন সাবস্ক্রিপশন মডেলের মধ্যে পার্থক্য কী?


নবাঙ্কুর, পৃষ্ঠপোষক ও অগ্রদূত – এই তিন ধরণের সাবস্ক্রিপশন আমাদের সাইটে বর্তমানে চালু হয়েছে। সাইট চালাতে কিছু খরচ যেমন হোস্টিং, ডেভেলপমেন্ট ইত্যাদির খরচের সুরাহা করতে এবং গত প্রায় দুবছর ধরে যে সব লেখকেরা আমাদের সাইটে লিখে চলেছেন, তাঁদের সাম্মানিক দিতে আমরা এই সাবস্ক্রিপশনের ব্যবস্থা শুরু করেছি। আপাতত নাগরিক ডট নেটের সাপ্তাহিক নিউজলেটার বাদে সমস্ত কনটেন্ট আম পাঠকদের জন্যে উন্মুক্ত থাকবে। অদূর ভবিষ্যতে আমাদের সাবস্ক্রাইবারদের জন্যে বিশেষ কনটেন্ট তৈরির বিশেষ পরিকল্পনা আছে, যা পে-ওয়ালের পিছনে থাকবে। তবে এই তিন ধরণের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের মধ্যে আমরা কোনো ভেদ করতে আগ্রহী নই। আমাদের প্রধান লক্ষ্য আমাদের পাঠকদের কাছে আমাদের লেখা পৌঁছে দেওয়া। তিনটি স্তর শুধুমাত্র আমাদের পাঠকদের সুবিধা ও সামর্থ্যের কথা ভেবে তৈরী করা। আমাদের প্রয়াস আমাদের সকল পাঠকের কাছে আমাদের কনটেন্ট পৌঁছে দেওয়া।