1 পোস্ট
নিবন্ধকার শখের বাতেলাবাজ, উত্তর কলকাতায় এই প্রজাতির মানুষদের ঘরবাড়ি। লেখালিখি করে বাতেলাকেই প্রতিষ্ঠা করতে নানা ফন্দি আঁটেন, তারই রকমফের আনুষঙ্গিক পত্রিকা, যা বিগত সাত-আট বছর ধরে বন্ধুদের সঙ্গে প্রকাশ করে আসছেন। যাপনচিত্র ওয়েব পত্রিকার সম্পাদনাতেও যুক্ত।