নাগরিক ডট নেটে প্রকাশিত খবরের জের– স্টেট ব্যাঙ্কের প্রতিশ্রুতি সোদপুর শাখায় ডিপোজিট স্লিপ ও কিয়স্কে হিন্দির সঙ্গে এখন থেকে থাকবে ইংরেজি এবং বাংলাও।
চলতি মাসের ২৪ তারিখে অভিনেত্রী দোয়েল রায় নন্দী স্টেট ব্যাঙ্কের সোদপুর শাখায় টাকা জমা দিতে গিয়ে দেখেন, ডিপোজিট স্লিপে কেবল হিন্দিতে লেখা রয়েছে। কিয়স্ক মেশিনেও বাংলা নেই। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান দোয়েল। কিন্তু সুরাহা হয়নি। কর্তৃপক্ষের তরফে কোনোরকম সাহায্য না পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন দোয়েল। কোন যুক্তিতে স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজিও উধাও হয়ে যায়, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।
দোয়েলের এই অভিজ্ঞতার প্রেক্ষিতে গত ২৭ মে নাগরিক ডট নেটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অনেকে। এরপরেই পিছু হটে স্টেট ব্যাঙ্ক। টুইটারে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়। জানানো হয়, ইতিমধ্যেই ব্যাঙ্কের কিয়স্কে হিন্দির সঙ্গে ইংরেজি ও স্থানীয় ভাষা বাংলা যুক্ত করা হয়েছে। এসবিআই জানিয়েছে, যত দ্রুত সম্ভব ডিপোজিট স্লিপ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কন্ট্রোলিং অফিসকেও এই বিষয়ে অবগত করা হয়েছে। সেই সঙ্গে নাগরিক ডট নেটকে এই খবর করার জন্য ধন্যবাদ জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।

সোদপুর শাখার এই সমস্যা সমাধানে ব্যাঙ্কের তৎপরতা নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য। কিন্তু একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে নাগরিক ডট নেটে প্রতিবেদনটি প্রকাশিত হলেও সমস্যার শিকড় অনেক গভীরে। তার প্রাসঙ্গিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদুরপ্রসারী। তাই তড়িঘড়ি পদক্ষেপ সত্ত্বেও কিছু প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই যায়। কী কারণে একটিমাত্র ভাষায় ডিপোজিট স্লিপ ছাপা হয়ে চলে এল শাখায়? ব্যাঙ্কের কিয়স্ক থেকে হিন্দি ব্যতিরেকে অন্য ভাষা উধাও হয়ে যাওয়া কি নিছকই ভুল? নাকি, অ্যাসিড টেস্ট চলছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে? সরকার যখন ‘এক রাষ্ট্র এক ভাষা’ নীতি রুপায়ণের দুরভিসন্ধি নিয়ে চলছে, তখন এই ধরনের ঘটনা কেবলমাত্র ‘টেকনিক্যাল এরর’ ভাবার কোন অবকাশ একেবারেই নেই।
At Sodepur, on the outskirts of Kolkata, @TheOfficialSBI branch has deposit slips only in Hindi. Even the kiosk to update pass book has only Hindi, not even English. Well done @Rinkidas25 for this article https://t.co/SvmAfesQof
— Pratik প্রতীক پرتیک (@pratik80s) May 27, 2022
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।