সাংবাদিক, ব্লগার, কবি। কাজ করেছেন দ্য টাইমস অফ ইন্ডিয়া, ডেকান ক্রনিকল, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান এবং অধুনালুপ্ত দ্য বেঙ্গল পোস্টে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে লেখালিখি করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা তিন।
স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায়?
দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায়।
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটা পড়েছিলাম স্কুলে।...