কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এখন শেষ পর্যায়ে। রাহুল গান্ধীর এই অভিনব কর্মসূচি কতখানি অক্সিজেন জোগাবে কংগ্রেসকে? এই যাত্রা কি নতুন রাহুলের জন্ম দিচ্ছে? আদৌ কি প্রভাব পড়বে ব্যালটবাক্সে? কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? সম্ভব হবে বিরোধী ঐক্য গড়ে তোলা? ভারত জোড়ো যাত্রা কি নিছকই একটি রাজনৈতিক কর্মসূচি? নাকি অন্য ভাবেও পড়া সম্ভব? নাগরিক ডট নেটের সঙ্গে আলোচনায় অধ্যাপক সম্বিত পাল।

সম্বিত বর্তমানে পুণেতে সাংবাদিকতা পড়ান। অতীতে তিনি টিভি সাংবাদিকতা করতেন।আলফা বাংলা, টাইমস নাউ প্রভৃতি চ্যানেলের হয়ে সাংবাদিকতা করেছেন।নাগরিক ডট নেটের তরফে সঞ্চালনায় অর্ক।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

পডকাস্টটি রেকর্ড করা হয়েছে শুক্রবার, ১৩ই জানুয়ারি ২০২৩, ভারতীয় সময় রাত দশটায়।

গত সপ্তাহের পডকাস্ট
বিশ্বকাপের বছরে কেমন আছে ভারতীয় ক্রিকেট?
এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসতে চলেছে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ভারতীয় দলের খেতাব জয় সম্পর্কে কতটা আশাবাদী হওয়া যায়?

নাগরিক পডকাস্ট – ১: বিশ্বকাপের বছরে কেমন আছে ভারতীয় ক্রিকেট?

আরো পড়ুন

রাহুলের যাত্রা ভারত জুড়তে পারলে সবকিছু বদলাবে

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.