কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এখন শেষ পর্যায়ে। রাহুল গান্ধীর এই অভিনব কর্মসূচি কতখানি অক্সিজেন জোগাবে কংগ্রেসকে? এই যাত্রা কি নতুন রাহুলের জন্ম দিচ্ছে? আদৌ কি প্রভাব পড়বে ব্যালটবাক্সে? কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? সম্ভব হবে বিরোধী ঐক্য গড়ে তোলা? ভারত জোড়ো যাত্রা কি নিছকই একটি রাজনৈতিক কর্মসূচি? নাকি অন্য ভাবেও পড়া সম্ভব? নাগরিক ডট নেটের সঙ্গে আলোচনায় অধ্যাপক সম্বিত পাল।
সম্বিত বর্তমানে পুণেতে সাংবাদিকতা পড়ান। অতীতে তিনি টিভি সাংবাদিকতা করতেন।আলফা বাংলা, টাইমস নাউ প্রভৃতি চ্যানেলের হয়ে সাংবাদিকতা করেছেন।নাগরিক ডট নেটের তরফে সঞ্চালনায় অর্ক।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
পডকাস্টটি রেকর্ড করা হয়েছে শুক্রবার, ১৩ই জানুয়ারি ২০২৩, ভারতীয় সময় রাত দশটায়।
এই সপ্তাহের পডকাস্ট শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবার নয়, সকল ইমেইল গ্রাহকদের জন্যেও উন্মুক্ত। আপনি যদি ইতিমধ্যে রেজিস্টার করে থাকেন, তাহলে লগইন করে আমাদের পডকাস্টটি শুনতে পারবেন।
রেজিস্টার করে না থাকলে এইবেলা করে ফেলুন!
দেখতে দেখতে নাগরিক ডট নেটের বয়স দুবছর হতে চলল। তৈরি হয়েছে লেখককুল এবং পাঠককুল। স্বভাবতই পাঠককুলের চাহিদা বেড়েছে, কোনো কোনো পাঠক নাগরিকের যা শক্তি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করেন এই ওয়েবসাইটকে। আমরা দায়িত্ব অস্বীকার করতে চাই না, ওটুকুই আমার সাধ্য বলে ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। আমাদের উদ্দেশ্য পেশাদার কিন্তু কনটেন্টের দিক থেকে দায়িত্বশীল সাইট হয়ে ওঠা। গত দু বছরে যে ধরনের লেখাপত্র পড়িয়েছি, তার চেয়ে বেশি সংখ্যক এবং আরও উন্নতমানের, আরও বৈচিত্র্যময় লেখার সাইট হয়ে ওঠা। আমরা আরও পরিশ্রম করব, আমাদের লেখকরাও করবেন যাতে নাগরিক আরও ব্যতিক্রমী এবং আরও সাহসী ওয়েবসাইট হয়ে উঠতে পারে। বিনিময়ে পাঠকদের থেকে পারিশ্রমিক চাইছি। অতএব আমরা নাগরিক পড়ে আপনার ভাললাগার মূল্য দেওয়ার ব্যবস্থা চালু করেছি। বেশিরভাগ কনটেন্ট আগের মতই কোনো মূল্য ছাড়াও পড়া যাবে। যাঁরা মূল্য দিতে অপারগ আমরা এই লড়াইয়ে তাঁদেরও পাশে চাই। কিন্তু যাঁরা গ্রাহক হয়েছেন আমরা তাঁদের জন্যে কিছু বিশেষ কনটেন্ট তৈরি করছি।– ইতি সম্পাদকমণ্ডলী।
নাগরিক ডট নেটের গ্রাহক হওয়ার লিঙ্ক
গত সপ্তাহের পডকাস্ট

নাগরিক পডকাস্ট – ১: বিশ্বকাপের বছরে কেমন আছে ভারতীয় ক্রিকেট?
আরো পড়ুন
রাহুলের যাত্রা ভারত জুড়তে পারলে সবকিছু বদলাবে
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।