নাগরিক ডট নেটের প্রথম বর্ষপূর্তিতে রইল জনপ্রিয়তম দশটি লেখা:

১. সুমন দে-কে খোলা চিঠি: প্রসঙ্গ আব্বাস – প্রতীক

এবিপি আনন্দে আব্বাস সিদ্দিকির সাক্ষাৎকার
এবিপি আনন্দে আব্বাস সিদ্দিকির সাক্ষাৎকার।ছবিতে আব্বাস ও সাংবাদিক সুমন দে। চিত্র ঋণ :এবিপি আনন্দ।

এবিপি আনন্দে আব্বাস সিদ্দিকির সাক্ষাৎকার সাড়া ফেলে দিয়েছে। যদি সুমন রিসার্চ টিমকে দিয়ে গোটা বক্তৃতাটা খুঁজে বার করাতেন, তাহলে আব্বাসকে চুপ করিয়ে দেওয়া যেত!

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

প্রকাশিত : ১৬ মার্চ ২০২১

২. ইভিএমে তিনবার কারচুপি করার সুযোগ আছে: জহর সরকার – প্রতীক

EVM and VVPAT Machine
ইভিএম যন্ত্র এবং ভি ভি প্যাট যন্ত্র – চিত্র সৌজন্য উইকিমিডিয়া

দু দশকেরও বেশি সময় ধরে ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ চলছে। শুরু থেকেই এই মেশিনগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে কেউ না কেউ প্রশ্ন তুলেছেন। সাম্প্রতিক অতীতে বিশেষত বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার নানারকম অভিযোগ করেছে। রাজনৈতিক নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধার হওয়া বা ইভিএমের হিসাব না মেলার মত ঘটনা সন্দেহ আরো বাড়িয়েছে। কিন্তু নির্বাচন কাছে এসে পড়লে দলগুলো যতখানি উৎসাহ নিয়ে ইভিএমের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, ভোটপর্ব মিটে গেলে আর সে উৎসাহ থাকে না, বিশেষত যদি ফলাফল বিজেপির বিপক্ষে যায়। তাহলে ইভিএম নিয়ে আপত্তি কি স্রেফ রাজনৈতিক স্টান্ট, নাকি সত্যিই আপত্তি করার মত কিছু আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে নাগরিক ডট নেট কথা বলল প্রবীণ আই এ এস জহর সরকারের সঙ্গে।

প্রকাশিত : ৭ মে ২০২১

৩. বাঙালি বস্তুত ব্রাহ্মণ্যবাদী: মাধ্যমিক বিষয়ে যৎকিঞ্চিৎ – শিমূল সেন

Madhyamil-2021
মাধ্যমিক-বিষয়ে যৎকিঞ্চিৎ

মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে মিম শেয়ার করাটা সহজ, কারণ ওতে সরকার-প্রণোদিত পাবলিক পলিসি নিয়ে টুঁ শব্দ করার পরিশ্রম বইতে হয় না।

প্রকাশিত : ২০ জুলাই ২০২১

৪. সিপিএমের সাঁইবাড়ি সংকট: আত্মসমর্পণের পর ইতিহাসের সামনে তোতলামি – অর্ক

sainbari-cpim-congress
সিপিএমের সাঁইবাড়ি সংকট

বাংলায় বাম-কংগ্রেসের জোট কি কংগ্রেসের কাছে বামপন্থীদের আত্মসমর্পণের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে? নতুবা ইচ্ছাকৃত ইতিহাস উদাসীনতার কারণ কী?

প্রকাশিত : ১৮ জুন ২০২১

৫. হ্যাঁ, সব ঠিক হয়ে গিয়েছে, মাননীয় বাবুল সুপ্রিয় – অর্ক

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়র তৃণমূল কংগ্রেসে যোগদান – ছবি উইকিপিডিয়া ও টুইটার থেকে।

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিলেন।সব ঠিক হয়ে গিয়েছে। শুধু নূরানী মসজিদের ছোট ঘরটায় কিশোর সিবঘাতুল্লা আর ফিরবে না কোনোদিন।

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১

৬. ৮৩: এই দ্বেষের মাঝে বসে ওই দেশের গল্প – অনির্বাণ ভট্টাচার্য

কবীর খান পরিচালিত ছবি ৮৩ আমার অসম্ভব ভাল লেগেছে। কারণটা শিরোনাম থেকে নিশ্চিতভাবে খানিকটা আন্দাজ করা যাচ্ছে, তবুও কিছুটা বিস্তারে লেখার ইচ্ছে থেকেই নাগরিক ডট নেটকে অনুরোধ করা। সম্পাদকমণ্ডলীকে ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য।

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২২

৭. ব্রাত্য বসুরা থিয়েটারের সঙ্গে বেইমানি করছেন, কিন্তু আমরা? – জয়রাজ ভট্টাচার্য

Bengali-theatre
তিতুমীর নাটক ও জয়রাজ ভট্টাচার্য – ছবি লেখকের সৌজন্যে। ব্রাত্য বসু – ছবি Wikipedia থেকে।

একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। চূড়ান্ত অসংবেদনশীল দুটো সরকার দিল্লি আর কলকাতায় বসে রয়েছে। থিয়েটার কর্মীদের অবস্থা, বিশেষ করে টেকনিশিয়ানদের অবস্থা শোচনীয় বললেও কম বলা হয়। যাঁরা আলোকশিল্পী, যাঁরা মঞ্চসজ্জার কাজ করেন, তাঁদের অবস্থা ভীষণ খারাপ। সরকার, নাট্য অ্যাকাডেমি কারও কোনো হেলদোল নেই। সবার চোখের সামনে থিয়েটার কর্মীদের পেটে লাথি মারা হচ্ছে। সিনেমা হল খুলছে, শপিং মল খুলছে, অথচ থিয়েটার বন্ধ। ভাবতে লজ্জা হয়, এই রাজ্যের সরকারের দায়িত্বশীল পদে এমন একজন আছেন, যিনি নাকি বিশিষ্ট নাট্যকার। তিনি তো এর দায় এড়াতে পারেন না। তিনিও এই কুৎসিত, অমানবিক, হৃদয়হীন কাজকর্মের শরিক। থিয়েটার কর্মীদের পেটে তাঁর লাথিও পড়ছে।

প্রকাশিত : ৬ অগাস্ট ২০২১

৮. দ্যাট লিডার, দিস ম্যান: মহাশূন্যের দুটি বিন্দু (৪,৯৬৬ বার পঠিত) – প্রতীক

West-Bengal-Elections-2021
পশ্চিমবঙ্গ ২০২১ বিধানসভা নির্বাচন – ছবি Facebook ও Wikipedia থেকে

অনেকে বলেছিলেন সিপিএমে উপরতলা-নীচতলা নেই, কিন্তু দেখা যাচ্ছে অন্যরকম।সীমিত শক্তির অজুহাতে বামেদের শীর্ষ নেতৃত্ব আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবেন?

প্রকাশিত : ৮ মে ২০২১

৯. ছবিগুলোতে আমাকে প্রফেট বলে মনে হোক চাই না: সত্যজিৎ – ডিজিটাল ডেস্ক

সত্যজিৎ-ব্রান্ডো মুখোমুখি
সত্যজিৎ রায় ও মার্লন ব্রান্ডো – ছবি উইকিমিডিয়া থেকে।

১৯৬৭ সালে ইউনিসেফের প্রতিনিধি হিসাবে একটি প্রকল্পের কাজে প্রখ্যাত অভিনেতা মার্লন ব্রান্ডো ভারতে আসেন। দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওতে অমিতা মালিকের সঞ্চালনায় ব্রান্ডো ও সত্যজিৎ রায়ের মধ্যে এক দীর্ঘ কথোপকথন হয়, যা দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল।সেই কথোপকথনের দ্বিতীয় পর্ব।

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২১

১০. কানহাইয়ার কেরিয়ার আর কমিউনিস্ট আদর্শবাদ: তার ছিঁড়ে গেছে কবে – অর্ক

kanhaiya-kumar
জিগনেশ মেভানি ও কানহাইয়া কুমারের কংগ্রেসে যোগদান – ছবি উইকিপিডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র থেকে।

রাজনীতি শুধুমাত্র পারফর্মিং আর্টস বা প্রথাগত কেরিয়ার নয়। ভারতের কোনো পার্টির ইতিহাসেই স্রেফ পাদপ্রদীপের আলো পেয়ে কেউ জননেতা হয়ে উঠতে পারেনি।

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২১

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.