ব্রিগেডের ভিড় নবান্ন থেকেও দেখা গেছে

অন্বেষা চক্রবর্তী

ব্রিগেড, ওরফে ভুখা পেটের মিলনক্ষেত্র৷ আমার পুরো পরিবারই বামপন্থী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকার কারণে, অনেক ছোট বয়স থেকেই আমার ব্রিগেডে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তবে রাজনীতির আঙিনায় পদার্পণ করার পর থেকে যে কটি ব্রিগেডে আমি গেছি, তার মধ্যে গত ২৮শে ফেব্রুয়ারির ব্রিগেড নিঃসন্দেহে আমার কাছে সেরা।

ফেসবুকে আমাদের নিজস্ব একটি পেজ এবং গ্রুপ আছে “একুশে বামফ্রন্ট” নামে। গ্রুপের পরিচালকমণ্ডলীর তরফে আমরা ঠিক করি যে সম্পূর্ণ নতুন উদ্যোগে আমরা একটি পত্রিকা প্রকাশ করব এবং সেটি প্রথম প্রকাশিত হবে ব্রিগেডেই। সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আমরা আমাদের ম্যাগাজিন ‘লং মার্চ’ অবশেষে প্রকাশ করি এবং শুভ কাজটা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ব্রিগেডে আমাদের নিজস্ব স্টলও হয়েছিল ‘লং মার্চ’-এর জন্য এবং বিভিন্ন জেলার কমরেড সাগ্রহে এসে আমাদের পত্রিকা সংগ্রহ করেছেন। আমরা সেই কমরেডদের কাছে কৃতজ্ঞ। আমি দেখেছি সমস্ত শারীরিক বাধাবিপত্তি অতিক্রম করেও হালিশহরের কমরেড রবি দাস ২৩শে ফেব্রুয়ারি রওনা দিয়ে ব্রিগেডে এসেছেন শুধুমাত্র লাল ঝান্ডার টানে। আমি দেখেছি লকডাউনে কাজ হারানো মানুষ প্রচণ্ড গরম উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে ব্রিগেডে এসেছেন লাল ঝান্ডা  বুকে আগলে৷ আমি দেখেছি বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে আসা ৮০ বছরের বৃদ্ধ কমরেডকে। শুনেছি তাঁর অভিজ্ঞতা, দীর্ঘ লড়াই, সংগ্রামের কাহিনী। আমি ব্রিগেডে দেখেছি নবান্ন অভিযানে পুলিশের নৃশংস অত্যাচারে খুন হওয়া শহীদ কমরেড মইদুল ইসলাম মিদ্যাকে লাখ লাখ বেকার যুবকের দাবির মাঝে। আমি দেখেছি শহীদ কমরেড স্বপন কোলে, সুদীপ্ত গুপ্ত, সইফুদ্দিন মোল্লাদের লাখো মানুষের ভীড়ে। বিভিন্ন জেলার কমরেডদের থেকে শুনেছি লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তা আটকে, বাস আটকে আমাদের কমরেডদের আসতে দেওয়া হয়নি ব্রিগেডে। এমনও হয়েছে অনেক কমরেড বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এসেছে শুধু মাত্র লাল ঝান্ডা র প্রতি ভালোবাসার টানে। কিন্তু এই ভাবে লোকাল ট্রেন বন্ধ করে, বাস আটকে, মিছিল ঘুরিয়ে কি মেহনতী মানুষের কণ্ঠ রোধ করা যায়? যায় না। মাননীয়া বলেছিলেন দূরবীন দিয়েও বামেদের দেখা যায় না৷ আমরা বামপন্থীরা বলছি ব্রিগেডের ভিড় নবান্নের চোদ্দতলা থেকে দূরবীন ছাড়াই দেখা গেছে।  যে কমরেডদের ব্রিগেডে আসতে দেওয়া হয়নি চক্রান্ত করে, তারা তাদের জবাব ভোটবাক্সেই দেবে।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

বাম-কংগ্রেস-ISF ব্রিগেড ২৮শে ফেব্রুয়ারী ২০২১ (ছবি ফেইসবুক থেকে )

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.