প্রদীপ ভট্টাচার্য

আসলে স্বাধীনতার ৭৫ বছর সম্পর্কে তাদেরই উপলব্ধি যথার্থ হবে এবং বিজ্ঞানসম্মত হবে, যাঁরা সেই দলের সঙ্গে যুক্ত আছেন, যেটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিলেন। যাঁরা আত্মত্যাগ করেছেন, যাঁদের ঘর সংসার ছারখার হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, গুলি খেয়েছেন, নিঃস্ব হয়ে গেছেন। দিনের পর দিন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। সেই দলের মানুষ যাঁরা, তাঁদেরই এই স্বাধীনতার উপলব্ধি কিছুটা হলেও হবে।

কিন্তু যাঁরা স্বাধীনতার পরে তার ফল খেতে শুরু করেছেন, তাঁদের কাছে স্বাধীনতা শুধুমাত্র নিজেদের ঘর সংসার গুছিয়ে নেওয়া ছাড়া আর কিছুই নয়। আত্মত্যাগের ব্যাপারটা যাদের শুধুই ছলনা, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় পৌঁছনো – এটাই তাদের একমাত্র লক্ষ্য। মানুষকে ভিখারি বানিয়ে, মানুষের যন্ত্রণা এবং দারিদ্র্য পয়সা দিয়ে কিনে ভোট পাওয়া এক নিকৃষ্ট প্রবণতা। স্বাধীনতার পরবর্তী যুগে কিছু রাজনৈতিক দলের মধ্যে এটা দেখা গেছে। তার ফলে কী হয়েছে? গণতন্ত্রের যে মৌলিক অধিকার, গণতন্ত্রের যে নির্যাস, গণতন্ত্রের ভেতর যে অমৃত স্বাদ রয়েছে, সেই স্বাদ আমরা গ্রহণ করতে পারছি না। আমরা নারকোলের খোলাটাকেই দেখছি, ভেতরে যে শাঁস সেই শাঁসের আস্বাদন পাচ্ছি না।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

আজকের জেনারেশনের সবথেকে বড় সংকট হল, এই জেনারেশন যেহেতু স্বাধীনতা আন্দোলন দেখেনি – দেখার সুযোগ ছিল না তাদের – ইতিহাসের পাতায় যেভাবে আজ বিকৃত করা হচ্ছে স্বাধীনতার পটভূমি, তাতে তারা কনফিউজড। তারা বুঝতে পারছে না কীভাবে স্বাধীনতা কীভাবে আমরা পেয়েছি।

এটা এই প্রজন্মের কাছে বড় সংকট। আমরা যদি এর সংশোধন করতে না পারি, তাহলে যে স্বাধীনতার মর্মার্থ আগামীদিনে মসীলিপ্ত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

অনুলিখন : প্রতীক

আরো পড়ুন:

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.