সঞ্জয় মুখোপাধ্যায়
শুনতে পাই আমাদের স্বাধীনতার বয়স ৭৫ হল। আমাকে যদি বলেন, আমার কাছে এই স্বাধীনতা শব্দের কোনো মানে নেই। কেন না আমি একটা স্বাধীনতাতেই বিশ্বাস করি, তা হল চিন্তার স্বাধীনতা। আমাদের দেশে চিন্তার স্বাধীনতা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আর যে মানুষ স্বাধীনভাবে চিন্তা করে না, যে মানুষ অন্যের ফরম্যাটিংয়ে চিন্তা করে, তার স্বাধীন বলে নিজেকে ঘোষণা করার কোনো অধিকারই নেই।
চিন্তার দুঃসাহসিক অভিযানই মানুষের ইতিহাসকে এগিয়ে নিয়ে গেছে। এই অভিযান যাঁরা করতে পারেন তাঁরাই স্বাধীন মানুষ, সে তাঁরা কারান্তরালে থাকুন বা বাইরে থাকুন। অধিকৃত প্যারিসে জঁ পল সার্ত্র বলেছিলেন “আই অ্যাম মাই ওন ফ্রিডম”। অর্থাৎ আমিই আমার স্বাধীনতা। সেটা যেদিন বলতে পারব সেদিন বুঝব আমার স্বাধীনতাপ্রাপ্তি হয়েছে।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
অনুলিখন : প্রতীক
আরো পড়ুন:
- সংবিধানের প্রথম বাক্যেই আছে আমরা, ভারতের জনগণ – মহম্মদ সেলিম
- সোশাল মিডিয়া অ্যাক্সেস থাকলে স্বাধীনতা উপভোগ্য – অনির্বাণ ভট্টাচার্য
- স্বাধীন দেশে টাকা দিয়ে চাকরি কেনার ব্যবস্থা কেন? – মণিদীপা দত্ত
- ইতিহাসের পাতায় স্বাধীনতার পটভূমিকে বিকৃত করা হচ্ছে – প্রদীপ ভট্টাচার্য
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।