আজ প্রজাতন্ত্র দিবস এবং নাগরিক ডট নেটের জন্মদিন। সেই উপলক্ষে পাঠকদের জন্য রইল গত এক বছরে আমাদের সাইটে প্রকাশিত লেখাগুলোর মধ্যে থেকে সম্পাদকমণ্ডলীর বাছাই করা পাঁচটা লেখা। এগুলো পছন্দের কোনো ক্রমানুযায়ী সাজানো হয়নি। উপরন্তু আরও অনেক পছন্দের লেখা এই তালিকার বাইরে রয়ে গেল। উপায় কী? সীমার মাঝেই অসীমকে ধরতে হচ্ছে যে।

 

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

শুধু স্বাধীনতা নয়, প্রতারণারও ৭৫ বছর
১৯৪৭ সালে ইংরেজরা যখন ভারত ছাড়ল তখন দেশের মোট বৈদেশিক ঋণ ছিল শূন্য। আজ ৭৫ বছরে তা শূন্য থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ বিলিয়ন মার্কিন ডলারে। লিখলেন শংকর

সম্পাদকমণ্ডলীর

মিস শেফালি নামক দর্পণে সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি ও নারী
শংকরের চৌরঙ্গী থেকে সম্রাট ও সুন্দরী – মিস শেফালির ছায়া স্পষ্ট উপন্যাসগুলিতে। এই দুটি উপন্যাসের নাট্যরূপেরও তিনি মঞ্চসফল অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁকে নিয়ে লেখা বইয়ের আলোচনায় স্বাতী রায়

সম্পাদকমণ্ডলীর

অমর্ত্য সেন, ক্লিকটোপ আর মাদাম তুসো
বাঙালি মেধার এহেন অবনমন কৌতুককর। আনন্দবাজার ক্লিকটোপ ফেলেছে এবং সে টোপ গেলা মানুষের সংখ্যাধিক্য প্রমাণ করছে, শিরোনাম পেরিয়ে প্রতিবেদন অবধি যাওয়া লোকেরা আজকাল ব্যতিক্রম। লিখলেন প্রতীক

সম্পাদকমণ্ডলীর

 

গান্ধী আসলে আমাদের অচেনা, তাই অসুর বানানো সহজ
গান্ধীর অসহিষ্ণুতা কি কেবল ক্ষমতার লোভে, ব্যক্তিগত আক্রোশের বশে, যেমনটা আমরা ছোট থেকে জেনে আসছি? লিখলেন জিতাংশু নাথ

সম্পাদকমণ্ডলীর

 

বুলবুলির সওয়ার সাভারকর ও আরএসএস ইতিহাস
আরএসএসের এইরকম ইতিহাস বিকৃতি নিঃসন্দেহে বিপজ্জনক। তারা ভারতের স্বাধীনতার ধারণাকেই পালটে ফেলতে চায়। লিখলেন রাজর্ষি অধিকারী

সম্পাদকমণ্ডলীর

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.