13 পোস্ট
হুতোম প্যাঁচা, অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ (১৮৪০-৭০), নরকে দিব্যি ছিলেন। মৃত্যুর শ দেড়েক বছর পরে সূক্ষ্ম দেহে ধরাধামে ফিরতে হল এক সম্পাদকের প্রার্থনায়। যা দেখছেন তা লিখতে না পারার হতাশায় একদিন ঘুমের মধ্যে সম্পাদকটি বলে ফেলেছিলেন, এখন হুতোম থাকলে ভাল হত। নকশায় কাউকে ছেড়ে কথা বলতেন না। শোনা মাত্রই সেই সম্পাদকের ঘুম ভাঙিয়ে হুতোম এ কালের নকশা লেখার সুযোগ আদায় করেছেন।